All books

১০০ সুসাব্যস্ত হাদিস (০ টি হাদীস)

বিভিন্ন প্রকার সুন্নতসমূহ

পরিচ্ছেদ ৯৭:

প্রত্যেক শোনা কথা বলে না বেড়ানো

৯৭

১০০ সুসাব্যস্ত হাদিস

অধ্যায় : বিভিন্ন প্রকার সুন্নতসমূহ

হাদীস নং : ৯৭


হাফ্‌স ইবনে আ’সেম (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “কোন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে সব শোনা কথা বলে বেড়াবে।” (মুসলিম ৫)