All books

১০০ সুসাব্যস্ত হাদিস (০ টি হাদীস)

বিভিন্ন প্রকার সুন্নতসমূহ

পরিচ্ছেদ ৮৭:

এতিমদের দেখাশুনা করা

৮৭

১০০ সুসাব্যস্ত হাদিস

অধ্যায় : বিভিন্ন প্রকার সুন্নতসমূহ

হাদীস নং : ৮৭


সাহল ইবনে সা’আদ থেকে বর্ণিতঃ

সাহল ইবনে সা’আদ নবী করীম (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, “আমি ও এতীমদের দেখাশুনার দায়িত্ব গ্রহণকারী জান্নাতে এত দূর ব্যবধানে থাকবো। তারপর তিনি নিজের তর্জনী ও মধ্যমা আঙ্গুলী দিয়ে ইঙ্গিত করে দেখালেন।” (বুখারী ৬০০৫)