All books

১০০ সুসাব্যস্ত হাদিস (০ টি হাদীস)

বিভিন্ন প্রকার সুন্নতসমূহ

পরিচ্ছেদ ৭৬:

খেজুর ইত্যাদি চিবিয়ে নবজাত শিশুর মুখে দেওয়া

৭৬

১০০ সুসাব্যস্ত হাদিস

অধ্যায় : বিভিন্ন প্রকার সুন্নতসমূহ

হাদীস নং : ৭৬


আবূ মুসা আশা’আরী (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, আমার এক পুত্র সন্তান জন্ম গ্রহন করলো। আমি তাকে নিয়ে নবী করীম (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট উপস্থিত হলাম। তিনি তার নাম রাখলেন, ইবরাহীম এবং খেজুর চিবিয়ে তার মুখে দিয়ে তার জন্য বরকতের দুআ করলেন। (বুখারী ৫৪৬৭, মুসলিম ২১৪৫)

*কোন মিষ্টি জিনিস চিবিয়ে নবজাত শিশুর মুখে দেওয়াকে ‘তাহনীক’ বলা হয়। এটা খেজুর হওয়াই উত্তম।